ওঁ সার্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
Location: Natore
Shot on: Canon M50
বাংলার প্রাণের উৎসব দুর্গা পূজা। বছরের এই সময়টাতে প্রতিটি বাঙালির হৃদয়ে জেগে ওঠে এক বিশেষ আবেগ, আনন্দ আর এক অনন্য মিলনের বার্তা। পাড়ার প্যান্ডেলে বাজে ঢাকের তালে তালে কাঁসরের ঝঙ্কার, মায়ের মুখে চন্দনের ছোঁয়া, ধূপধুনোর গন্ধে ভরে ওঠে পুরো পরিবেশ।
দেবী দুর্গার আগমন মানেই শুধু ধর্মীয় আচার নয় |এটি আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত এক অনুভূতি। মা দুর্গা, যিনি অসুর নিধনকারী শক্তির প্রতীক, তিনিই আবার মাতৃত্ব, ভালোবাসা ও স্নেহের প্রতিমূর্তি।
ষষ্ঠী থেকে শুরু হয়ে আশ্বিন মাসের এই পুজো নবমী পর্যন্ত যেন প্রতিটি দিনই এক নতুন উদ্দীপনা। সপ্তমীতে দেবীর চক্ষুদান, অষ্টমীতে অঞ্জলি, আর নবমীতে ভোগ ও সাংস্কৃতিক আনন্দে ভরে ওঠে প্রতিটি মন্দির ও প্যান্ডেল।
নবমীর দিনে সকাল থেকেই সাজে প্যান্ডেলগুলো শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তাল যেন এক সুরে মিলেমিশে যায়। ভোগের সুবাসে মিশে থাকে খিচুড়ি, লাবড়া আর পায়েসের গন্ধ। আর সন্ধ্যার পর আলোকসজ্জায় নাটোর শহর যেন রূপকথার রাজ্য।
নাটোরের প্রতিটি পূজা মণ্ডপে তখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একসাথে দেখা মেলে শিল্প, সংস্কৃতি আর ঐক্যের। পরিবার, বন্ধুবান্ধব, সবাই একসাথে অংশ নেয় এই উৎসবে।

0 Comments